1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে খুলনার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনায় ট্রাংকলরি শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

খুলনায় ট্রাংকলরী শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। একই সাথে বন্ধ রয়েছে তেল উত্তোলন ও পরিবহন।

দুপুরে খুলনা বিভাগীয় ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আলী আজিমকে আটক করে ডিবি পুলিশ। পরে তাঁকে দৌলতপুর থানায় হস্তান্তর করে।

এ ঘটনায় আলী আজিমের মুক্তির দাবিতে তাৎক্ষণিক খালিশপুর নতুন রাস্তা মোড়ে ট্রাংকলরি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

এ সময় পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটায় জরুরী বৈঠক করে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা । বৈঠকে সাধারন সম্পাদক আলী আজিম কে বিকেল ৫ টার মধ্যে মুক্তি না দিলে অনির্দিষ্ট কালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।
তাৎক্ষণিক এ বৈঠকে ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনাম মুন্সী,পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, ট্যাংকলরি নেতা মিজানুর রহমান মিজু সহ সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট