মোঃ জাহিদুল ইসলাম :: সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো: মাইনুল আহসান ও ফাহিমা আখতার। ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,নন টেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর রেজাউল হক, মো. আমিনুল ইসলাম ও নিমাই চন্দ্র সরকার ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর,সিভিল, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো: সাইফুল ইসলাম ও সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রথম দিন হিসেবে খেলায় দৌড় প্রতিযোগিতা, ব্যাডমিন্টন,চাকতি নিক্ষেপ।সাংস্কৃতিক প্রতিযোগিতা হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি।
Leave a Reply