দাকোপ প্রতিনিধি:: চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার দুইদিন ব্যাপি ২৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য বেল্লাল হোসেন মোল্ল্যা,উপাধ্যক্ষ জি এম, আখতারুজ্জামান, উপজেলা জামায়েত ইসলামের আমির মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অহিদুজ্জামান, এমদাদুল হক মিলনসহ অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বৃন্দ। সভা শেষে সভার প্রধান অতিথি কবুতর উড়িয়ে ২৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন।
Leave a Reply