বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে বারোটায় হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০ হাজার অবৈধ বাগদা চিংড়ির পোনা জব্দ করে।পরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরে কাছে হস্তান্তর করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন শরীফ এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জব্দকৃত অবৈধ বাগদা চিংড়ির পোনা উপজেলার (বিরাট-বটিয়াঘাটা) খেয়াঘাট সংলগ্ন কাজীবাছা নদীতে অবমুক্ত করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী মৎস্য কর্মকর্তা জিএম আমীর আলী, মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায় , সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।