মনির হোসেন:: চাঁদপুর মেঘনা নদী হতে ৪ লক্ষ মিটার কারেন্ট জাল, ২৫০ কেজি জাটকা ও ৫ টি কাঠের ট্রলার সহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সদা তৎপর। এরই ধারাবাহিকতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন- ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ সোমবার দুপুর ১টা হতে রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর এবং চাঁদপুর নৌ পুলিশের সমন্বয়ে চাঁদপুরের সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত স্থান হতে ৪ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২৫০ কেজি অবৈধ জাটকাসহ ৫ টি কাঠের ট্রলার জব্দ করা হয় এবং ১৫ জন কে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এবং জাটকা চাঁদপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর নিকট এবং কাঠের ট্রলার ও আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর নৌ থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply