1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :

সুন্দরবনের দুবলায় ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ তিন জলদস্যু আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের দুবলারচরে জেলেপল্লীতে ডাকাতি করতে গিয়ে সেখানকার জেলেদের হাতে আটক হয়েছেন তিন জলদস্যু। এসময় দস্যুতার কাজে ব্যবহৃত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গেলে আটক জলদস্যুদের তাদের কাছে হস্তান্তর করা হয়।

আটক জলদস্যুরা হলেন- রহমত মোড়ল (২৬), রবিউল মোল্লা (২৬) ও মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এরা সবাই কুখ্যাত দস্যু দয়াল বাহিনীর সক্রিয় সদস্য। তাদের বাড়ি সাতক্ষীরা ও বাগেরহাট জেলায়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের দুবলার চর এলাকায় দয়াল বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

২৭ জানুয়ারি সোমবার সকাল আনুমানিক ৬ টায় দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী সদস্যরা সুন্দরবনের দুবলার চরের নিরীহ জেলেদের উপর আক্রমণ করলে দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহত করে এবং একই সাথে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। ডাকাতদের সাথে জেলেদের হাতাহাতির একপর্যায়ে জেলেরা ডাকাতদেরকে তাদের জাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়। হাতাহাতির ফলে ডাকাতরা কিছুটা আহতও হয়। পরবর্তীতে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে। অভিযানে ১টি বিদেশি এক নলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা গোলাসহ দয়াল বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকালে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট