1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :

সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম স্থান দখল করে আছে খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে থেকে পড়াশোনা করে ইতিমধ্যেই অনেকে সমাজের বিভিন্ন স্তরে সম্মানের আসনে আসীন হয়েছেন। আজকের শিক্ষার্থীরা একদিন সমাজের শীর্ষস্থানে এভাবে থাকবে। তিনি বলেন, বার্ষিক ক্রীড়ার দিন মূলত আনন্দ এবং উৎসবের দিন। আমি আশা করি তোমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। খেলায় কেউ আহত ও ব্যথা না পেয়ে সুন্দরভাবে ক্রীড়ানুষ্ঠন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন ও সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট