দাকোপ প্রতিনিধি :: দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মোঃ মিজানুর রহমান,উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্কলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।
Leave a Reply