সুবীর ভৌমিক :: সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক খুলনা অঞ্চল ড. মোঃ আনিস-আর-রেজা।
বিশেষ অতিথি ছিলেন ,মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামছুল হক, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।