1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :

ভারত থেকে পাচার করে আনা সাড়ে নয় কোটি টাকার ডায়মন্ডের আংটি ও অন্যান্য গহনাসহ আটক-১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি ২টি পায়েল একটি বেচলেট, তিনটি বালা ও ১২ টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান সহ চালককে আটক করা হয়েছে।

এ অভিযোগে যশোরের শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভুলোট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দলের বিজিবি সদস্যরা। নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মোঃ হাফিজুর (৫৩)কে আটক করে তারা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, একটি বেচলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল এবং ০১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করে। যার সিজার মূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট