1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি পপলু ও সাধারণ সম্পাদক মতি

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি।

শুক্রবার সন্ধ্যায় নগরীর সাত রাস্তা মোড়ের একটি অভিজাত রেস্তোরাঁয় ইউনিটির সদস্যদের উপস্থিতিতে এক সভায় এই কমিটি গঠন করা হয়৷

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে বাংলাভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, যুগ্ম-সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, কোষাধ্যক্ষ সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিব, এনটিভির ব্যুরো প্রধান আবু তৈয়ব, এখন টিভির ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলাম ও এশিয়ান টিভির ব্যুরো প্রধান মো. বাবুল আক্তার।

সভায় সভাপতিত্ব করেন বাংলাভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যুরো প্রধান মো. মামুন রেজা, ডিবিসির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জিটিভির ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, যমুনা টিভির ব্যুরো প্রধান প্রবীর বিশ্বাস, মাই টিভি ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, গ্লোবাল টিভির বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবীর, এটিএন নিউজের বিভাগীয় প্রধান মো. অসীম, সময় টেলিভিশনের রিপোর্টার তানজীম আহম্মেদ, বিজয় টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক।

সভায় সকলের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট