1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
২৭ বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি আটক সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া-প্রেস সচিব বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি ৫ ও ৬ ফেব্রুয়ারির ঘটনার দায় অন্তর্বর্তী সরকারের ওপরেই অনেকাংশে বর্তায় গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু খুলনায় সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন,ফের বাড়ছে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চিটাগংকে কাঁদিয়ে আবারও বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন-প্রধান উপদেষ্টা

মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজি বাইকের চালকসহ দুইজন নিহত, আহত ৩

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে দূর পাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আচলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দিলে এই দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। নিহত ও আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, ইজিবাইক চালক মজনু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৪ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮) ও সিয়াম খান(৩৫)।
হতাহতদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা অসংখ্য জনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছেন।
এদিকে ইজিবাইককে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। ধ্বংসস্তুপে পরিনত হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews