1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

মোংলা বন্দরের সাথে খুলানস্হ রুজভেল্ট জেটি ব্যবহারকারীদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ রুজভেল্ট জেটির কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেবা গ্রহীতাদের পরামর্শ গ্রহণ ও করণীয় নির্ধারণে ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বিকাল তিন টায় কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন) এর সভাপতিত্বে মোংলা বন্দরের খুলনা খালিশপুরস্থ পোর্ট অডিটরিয়ামে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের Internal Business Development Standing Committee এর সদস্যগণ, সহকারি নিয়ন্ত্রক খাদ্য ৭ নং ঘাট, সারের (বিএডিসি) সহকারী পরিচালক, বিসিআইসি খালিশপুর এর বিজিএম, মেসার্স বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক, মেসার্স দি সাকসেসরস লিঃ এর সিনিয়র অফিসার (লজিষ্টিক), মেসার্স তাইবা সাইফুল্লাহ (জিএল) এর সিনিয়র লজিষ্টিক ম্যানেজার, মেসার্স সামিট এ্যাসোসিয়েট এর ব্যবস্থাপক, মেসার্স সাউথ ডেলটা এর ম্যানেজার (অপারেশন), মেসার্স এ আর জি মার্চেন্ট কোং লিঃ এর সুপারভাইজার, মেসার্স নীরব এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী, ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি/সাধারন সম্পাদক, মেসার্স নবাব এন্ড কোং এর নির্বাহী কর্মকর্তা, মেসার্স পোটন ট্রেডার্স এর ম্যানেজার, মেসার্স স্বদেশ শিপিং এÛ লজিষ্টিক কোম্পানী এর সুপারভাইজারসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবর্গ।

সভা শেষে বন্দরের কর্মকর্তাগণও মিটিংয়ে উপস্থিত বিভিন্ন রুজভেল্ট জেটি ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সরেজমিনে রুজভেল্ট জেটির বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। অয়োজিত অনুষ্ঠানের সভাপতি কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন), উপস্থিত রুজভেল্ট জেটি ব্যবহারকারী প্রতিনিধিদের আলোচনায় ¸দাম, মালামাল রাখার ওপেন স্পেস, পন্টুন, সুপেয় পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা জেরারদারসহ কিছু সমস্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শোনেন এবং তিনি সমস্যাসমূহ দ্রুত সমাধানের সার্বিক সহোযোগিতা করার বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করেন। এছাড়াও প্রতি দুই মাস অন্তর এ ধরনের মিটিং আয়োজনের বিষয়ে বন্দর কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

মোংলা বন্দরের Internal Business Development Standing Committee এ টিমটি মুলত মোংলা বন্দর ব্যাবহার বৃদ্ধির জন্য বন্দর ব্যাবহারকারসহ বিভিন্ন স্টেইক হোল্ডারদের সাথে ধারাবাহিক আলাপ আলোচনার মাধ্যমে এ বন্দরের সমস্যার সমাধান এবং সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষে কাজ করে।
সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট