মোঃ জাহিদুল ইসলাম :: খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শুক্রবার সকাল ১০ টায় নগরীর খালিশপুর কাস্টমস অফিস এলাকায় অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আসাদুর রহমান।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এস এম নুরুল হক কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জিকু, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শমশের খান মামুন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুব আহমেদ, পরিবেশক ও সালিশি বিষয়ক সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নাজমুল হুদা রুহিত, কার্যকরী সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ ও মোঃ ইমরান হোসেন রাজিব সহ সকল নেতৃবৃন্দ ব্যবসায়ী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন ।
দুপুরে মধ্যাহ্নভোজন ও নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।