1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :

দেশে শান্তি-শৃঙ্খলা বিরোধী সকল উস্কানিমূলক কর্মের বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: দেশে শান্তি-শৃঙ্খলা বিরোধী সকল উস্কানিমূলক কর্মের বিরুদ্ধে যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা থানা কমিটির আমির রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী, বেনাপোল পৌর জামায়াতের আমির আব্দুল জলিল ও কর্ম পরিষদ সদস্য ইয়ানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন, পুরা দেশবাসীর সামনে আমরা দাঁড়িয়েছি, আমাদের দেশের বিরুদ্ধে যে গভীর চক্রান্ত চলতেছে তার বিরুদ্ধে। গত ৫ আগষ্ট পূর্বের সরকার পালিয়ে যাওয়ার পর থেকে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা এখানে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে। সচিবদের নিয়ে কু করার চেষ্টা করেছে। আনসারদের ও ছাত্রদের নিয়ে ও তারা কু করার চেষ্টা করেছে। সবচেয়ে দূর্ভাগ্য হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা তাদেরকে সব রকম সুযোগ-সুবিধা দিয়ে ১৮ কোটির এই দেশ বাংলাদেশের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রের সুবিধা দিয়ে যাচ্ছে। গত ৫ জানুয়ারি শেখ হাসিনা দিল্লীতে বসে বাংলাদেশের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সে বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে। সে বক্তব্য আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে। সে বক্তব্য ১৮ কোটি মানুষের বিরুদ্ধে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তীব্র ঘৃনা জানাচ্ছি। ভারত সরকার তাদের যে সাহায্য সহযোগিতা করছে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লংঘন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট