1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবন থেকে পুশইন করা ৭৮ জনকে উদ্ধার করল কোস্টগার্ড ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত বাগেরহাটে সেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সংবাদ সম্মেলন বাগেরহাটে নামের সাথে মিল থাকায় কারাগরে এক কৃষক কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক মোংলা বন্দরে বেড়েছে বিদেশি জাহাজ রিকন্ডিশন গাড়ি আমদানিতে রেকর্ড কেসিসি এলাকায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত দাকোপে কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন ভারতের পুশইনের ঘটনা সুপরিকল্পিত এবং ন্যাক্কারজনক-বিজিবি মহাপরিচালক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন নির্বাচন কমিশন

অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেয়া হবে না- ড. মুহাম্মদ ইউনূস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

তিন সদস্যের বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অন্যায়, দমন-পীড়ন এবং যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, কেবল তাদের বিরুদ্ধেই ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এটি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। কোনো মানবাধিকার লঙ্ঘন চাই না এবং তা ঘটবে না।’

প্রেস সচিব জানান, বিএনপি নেতারা দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি আগের শাসনামলে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং চলমান অভিযানে মানবাধিকার লঙ্ঘন না হওয়ার নিশ্চয়তা দাবি করেন।

এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচন দুটি সম্ভাব্য সময়ের মধ্যে হবে: ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন।

বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’

প্রেস সচিব আরও বলেন, ‘দেশের জনগণের নিরাপত্তা নিয়ে সরকার অত্যন্ত সচেতন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।’

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট