1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :

প্রফেশনালাইজেশন অব সলিড ওয়েস্টে ম্যানেজমেন্ট ইন খুলনা সিটি বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘‘প্রফেশনালাইজেশন অব সলিড ওয়েস্টে ম্যানেজমেন্ট ইন খুলনা সিটি’’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। ‘সাসটেইন্যাবল আরবান ওয়াটার সাইকেল’ প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে পরিকল্পিত নগরায়ন দরকার। এ জন্য সমন্বিত উদ্যোগের পাশাপাশি সকল নাগরিকবৃন্দের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। আধুনিক নগরায়নের জন্য জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের অভ্যাসগত পরিবর্তন সাধিত হলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ কর্মশালার মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শহর গঠনে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, খুলনাসহ দেশের বিভিন্ন নগরীতে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কৌশলগত উন্নয়ন পরিকল্পনা তৈরী, স্থানীয় জনসাধারণকে বর্জ্য পৃথকীকরণে উদ্বুদ্ধ করা, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ পদ্ধতির উন্নয়ন, বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নির্ধারণে এ কর্মশালার আয়োজন করা হয়। শহর পর্যায়ে বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো ও চর্চা নিয়ে আলোচনা, মূল চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা ও কার্যকর পদক্ষেপ নির্ধারণ ও ভবিষ্যতের করণীয় নির্ধারণ করাই এ কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও এসএনভি’র প্রজেক্ট ম্যানেজার প্যাট্রিসিয়া সোলরজানো। অন্যান্যের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ সহ কঞ্জারভেন্সী বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। স্বাগত বক্তৃতা করেন এসএনভি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর তথ্য-উপাত্ত উপাস্থাপন করেন গভর্ণ্যান্স এডভাইজার প্রশান্ত কুমার শর্মা রায়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট