বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা'র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ শফিকুল ইসলাম'র এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও সরকারি বটিয়াঘাটা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ব্যবসায়ী চয়ন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার অঞ্জন কুমার বিশ্বাস, সরদার আঃ মান্নান, জীবনানন্দ রায়, কমলেশ বালা, আঃ হাই খান, দীপন হালদার সহ কৃষক কৃষাণীরা। মেলায় ডাচ্ বাংলা ব্যাংক সহ ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি বাস্তবায়নে আধুনিক যন্ত্রপাতি উপস্থাপন করা হয়। মেলায় উদ্বোধনের পর্বে এক বর্ণাঢ্য রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।