নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার সকালে নগরীর ক্লে রোড ও যশোর রোডের অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর ক্লে রোডে ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ফল ব্যবসায়ী মো: পলাশ ও মো: হাসান-কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মো: মানিক-কে ৩ হাজার টাকা এবং মাঠা ও জুস বিক্রেতা মো: হুসাইন-কে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।