1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :

খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ১২ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেঞ্জ কার্যালয়ের মসজিদে বাদ জোহরের নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ২ ঘটিকায় প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ হুমায়ূন কবীর ও সার্কেল অ্যাডজুট্যান্ট নাহিদা আক্তার ও মোঃ আজিজুল ইসলাম । প্রীতিভোজে প্রধান অতিথি বলেন বৈষম্যহীন ও মৌলিক অধিকার সমৃদ্ধ পেশাদার কর্ম ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যরা আজ দীপ্ত শপথে অঙ্গীকারবদ্ধ।
১৯৪৮ সাল থেকে এ বাহিনী সুদীর্ঘ পথ চলায় আস্থা ও নির্ভরতা অর্জন করেছেন। মহাপরিচালক মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় এ বাহিনী দিন দিন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য আমরাও সবাই একযোগে কাধে কাধ মিলিয়ে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এ প্রচেষ্ঠা অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট