মোঃ জাহিদুল ইসলাম :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের খুলনা মহানগর শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল কে খালিশপুর থানা যুবদলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে খালিশপুর নিউজ প্রিন্ট গেট এলাকায় থানা বিএনপির থানা কার্যালয়ের সামনে নগর যুবদলের সাবেক সহ-সম্পাদক মঈনুদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক খুলনা মহানগর যুবদল খাইরুজ্জামান শামীম, সাবেক নগর যুবদলের প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ লিটন, ১৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহিন পাটোয়ারী, ১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ হোসেন, ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রিন্স, ১৪ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান বাপ্পি, ৯ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি সোহেল হাওলাদার, ৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর খালিদ রাস্তী,কাজল, সাগর শরীফ,শুকুর আলী, তারেক, শরিফুল, জাকির, আমিন, কাজী আলী হোসেন, সজিব,রাজু,সুমন,শুভ সহ প্রমুখ।
এর আগে খালিশপুরের প্রতিটি ওয়ার্ড যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি রোডে আনন্দ মিছিল বের করে। শেষে সংবর্ধিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।