দাকোপ প্রতিনিধি:: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতি সভা দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবারেয়র জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার,থানা পুলিশের ওসি (তদন্ত) দেবাশিষ কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন্ দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ ও শিক্ষক প্রতিনিধি বৃন্দ।