বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়। বুধবার সকালে মোড়েলগঞ্জের ০৮নং বনগ্রাম ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী শুশান্ত রায়। ইউপি প্যানেল চেয়ারম্যান সাধন চক্রবর্তী এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্বরত বনগ্রাম ইউপি প্রশাসক শেখ মোস্তাফিজুর রহমান। এছাড়াও ইউপি সদস্য রাহিলা রহমান, আবুয়াল হোসেন কাজি, মোঃ ইব্রাহিম মীর, সংকর সাহা, মাধুরি চক্রবর্তী, রতœা হালদার, মাহাবুবুর রহমান (সাবেক), সামছুর রহমান শেখ (সাধারণ সম্পাদক বিএনপি), শহিদুল ইসলাম (ইউপ প্রশাসনিক কর্মকর্তা), আজকের অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ জাকারিয়া হোসেন উপজেলা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশদ্বয়।
Leave a Reply