দাকোপ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে দাকোপে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে চালনা লেকের পাড় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা পুলিশ, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দল, স্কুল ও কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফফার হোসেন, উপজেলা যুগ্ম-আহবায়ক শেখ শহিদুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান, কাজী এমাদাদুল হক মিলন, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্দারসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply