দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে “প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” এর অর্থায়নে দুইদিন ব্যাপী খামারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২৫ জন গবাদি প্রাণি পালনকারী খামারীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা দুই দিন ব্যাপী রবিবার প্রশিক্ষণ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রষিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: নুরুল্লাহ মোঃ আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ শরিফুল ইসলাম। উক্ত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বঙ্কিম কুমার হালদার। এ সময় উপজেলার ২৫ জন খামারীদের প্রশিক্ষণ ও তারের মাঝে উপকরণ বিতরণ করা হয়।