1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: নিরাপদ রাস্তা নিরাপদ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা থানার পল্লীতে ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া-ডুমুরিয়া সড়কে বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজের সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কােেরর দাবিতে এ আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাস্তাটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত ওই রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, অবিলম্বে যাতে সংস্কার হয় তার ব্যবস্থা গ্রহণ করা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ সরণী মহাবিদ্যালয় কলেজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ মোঃ তোরাব হোসেন ফিরোজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস, জামাত নেতা মো: ইয়াসিন আরাফাত, শিক্ষক যথাক্রমে মোঃ শামীম সরদার, বিকাশ মন্ডল, স্বপন কুমার মন্ডল, সেবানন্দ ঢালী, ব্রজেন্দ্রনাথ গাইন, তন্ময় কুমার মন্ডল, ইলিয়াস হোসেন, মাওলানা আঃ জব্বার, মোসাম্মাৎ মাহফুজা খাতুন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এ এস আই কে এম এনায়েত হোসেন, বিএনপি নেতা মেহেদী হাসান, আবু বক্কার গাজী, যুবদল নেতা মুছা শেখ, মাসুম বিল্লাহ, মামুন মোড়ল, বি এম হানিফ, শিক্ষার্থী আঃ হাকিম, সুমি খাতুন, রিয়া মন্ডলসহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকাবাসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট