1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :

খুলনায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর ‘‘২১ ও ২২ নং ওয়ার্ডের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনার ভেলিডেশন’’ শীর্ষক কর্মশালা সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। কেসিসি’র কর্মকর্তাসহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কেসিসি’র সহযোগিতায় ‘ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্লিন সিটিস (থ্রি সি)’ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহানগরীর ওয়ার্ড পর্যায় থেকে দুর্যোগের ঝুঁকি হ্রাসে গৃহীত কার্যক্রমের বাস্তবায়ন কেসিসি’র অন্যতম দায়িত্ব। রেড ক্রিসেন্ট-এর মত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এ কাজে এগিয়ে আসলে আমাদের কার্যক্রম আরো সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। প্রকল্পভুক্ত ওয়ার্ড এলাকার পাশাপাশি আগামীতে মহানগরীর সকল স্বল্প আয়ের জনবসতি এলাকায় প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ করার বিষয়ে তিনি রেড ক্রিসেন্টের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মহানগরীর ২১ ও ২২ নং ওয়ার্ড এলাকায় ‘ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্লিন সিটিস (থ্রি সি)’ শিরোনামে চার বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ইতোপূর্বে দুর্যোগ ঝুঁকি চিহ্নিতকরণ, অগ্রাধিকারকরণ ও ঝুঁকি নিরসনে করণীয় বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। গৃহীত কর্মপরিকল্পনা সরকারের নীতিমালা ও সিটি কর্পোরেশনের নীতিমালার সাথে সমন্বয়, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের সহযোগিতার সুযোগ চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা ও থ্রি সি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: মোসলেহ উদ্দিন এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিবরণী তুলে ধরেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো: আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট