দাকোপ প্রতিনিধি:: দাকোপে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও চালনা পৌরসভার যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন চালনা পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন এলজিআরইডি খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী অমিতভ সানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, চালনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার মন্ডল, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ রায়সহ বিভিন্ন দপ্তর প্রধান।
Leave a Reply