বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার বদনাখালী এলাকায় শোলমারী নদীতে অবৈধভাবে নদী দখলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসনে আরা তান্নি'র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওন গত মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করে। আদালত পরিচালনা কালে নদী ভরাট হওয়া জমিতে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ প্রমানিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় রকিবুল হাসান (৪৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। সে মহানগরীর খালিশপুর এলাকার হেমায়েত হোসেন'র পুত্র। আদালত পরিচালনা কালে সহকারী প্রসেনজিৎ দাশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।