বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়।বুধবার সকালে মোড়েলগঞ্জের ০২ নং পঞ্চকরন ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ জাকারিয়া হোসেন। ইউপি প্রসাশনিক কর্মকর্তা মোঃ সিরাজ শেখ এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ সোবহান হাওলাদার, মোঃ মশিউর হাওলাদার, মোঃ মহিউদ্দিন হাওলাদার, মোঃ লতিফ হাওলাদার, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ শামিমুল হাসান, মোঃ খলিলুর রহমান, মোসাঃ মোমেনা, মোসাঃ রজিনা বেগম, উদ্যোক্তা মোঃ জাকারিয়া হোসেন। এছাড়া গন্যমান্য ব্যক্তি মোঃ কবির খান, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ সোহেল, মোঃ হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশগণ।
Leave a Reply