দাকোপ প্রতিনিধি:: জাতীয় ভোটার দিবস উপলক্ষে দাকোপে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যলী বের হয়ে উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকল্প সহকারি কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমুখ।