দাকোপ প্রতিনিধি :: খুলনার দাকোপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে ভয়, ভীতি ও হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার জেলা সংগঠক রাহাত সরদার বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে ভয়, ভীতি ও হুমকি ধামকি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) আব্দুস ছাত্তার শেখের কাছে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার গাজি দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ছাত্তার ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। এ ছাড়া জুনিয়র কনসালটেন্ট গাইনি (অবঃ) ডাঃ সন্তোষ কুমার মজুমদারের কাছেও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তিনি আরো বলেন চাঁদা দাবির ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দদের সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে চাঁদাবাজি করে তার দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতৃবৃন্দ যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে তার বিরুদ্ধে আমাদের জেলা কমিটি ব্যবস্থা নিবে। তবে সরোয়ারের সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে আইনগতভাবে প্রশাসনকে খতিয়ে দেখার আহবান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন ইস্তিয়াক হোসাইন সিয়াম, পারভেজ গাজি, শ্রাবণ রায়, দ্বীপ খান। এ বিষয়ে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার গাজির কাছে জানার জন্য তার ব্যবহৃত মুঠো ফোনের ০১৯২৯০১৯২৫৫ নম্বরে বার বার ফোন দিলেও ফোন রিসিব করেননি।