নিজস্ব প্রতিবেদক:; ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা গণমাধ্যম রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১৫ বছরে স্বৈরশাসককে মহাস্বৈরশাসক ও ফ্যাসিস্টকে মহাফ্যাসিস্ট বানানোর জন্য গনমাধ্যম বহুলাংশে দায়ী।
তিনি বলেন, যে ধরনের গুম খুন হত্যা নির্যাতন, দিনের ভোট রাতে হওয়া এই চিত্রটা যদি গণমাধ্যম তুলে ধরতো তাহলে ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকার স্থায়ী হতে পারতো না।
সাংবাদিকদের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। সাংবাদিকদের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগনের আস্থা ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার তিনি খুলনা প্রেস ক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
কাদের গণি চৌধুরী বলেন, আজকে সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়ন হচ্ছে এখান থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে সাংবাদিকদের মধ্যে ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সত্যনিষ্ঠ থাকি ও বস্তুনিষ্ঠ নিউজ করি আমাদের কেউ রুখতে পারবে না। বাংলাদেশকে মানবিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে সাংবাদিকরাই বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা হলুদ সাংবাদিকতা করবো না। মিথ্যাচার করবো না।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়। কিন্তু আজ বাংলাদেশে সেটি খুব একটা হচ্ছে না। বিশেষ করে পতিত সরকার এদেশের সাংবাদিকতার সর্বনাশ করে গেছে। এক ধরণের দলদাস সাংবাদিক তৈরি করে তাদের দিয়ে অসত্য লিখিয়ে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা ছিল তা নষ্ট করে ফেলেছে
কাদের গনি চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়, তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না। রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ নড়বড়ে হয়ে গেলেও চতুর্থ স্তম্ভ শক্ত থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখা যায়। আর চতুর্থ স্তম্ভ নড়বড়ে হলে রাষ্ট্রব্যবস্থা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, রাষ্ট্র বিপদগ্রস্ত হয়।
এমইউজে খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, এমইউজে’র কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোঃ এরশাদ আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর’র খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন, বাংলা নিউজ টুয়েন্টি ফোর’র ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু, একুশে টিভির খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নুর।