বটিয়াঘাটা প্রতিনিধি:: “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শরীফ শাওন, থানার ওসি(তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সহকারি মহিলা অঞ্জনা বিশ্বাস, নারীনেত্রী আশালতা ঢালী, কানন মল্লিক, বন্দনা রায়, সুরভী তরফদার, মিলিতা বিশ্বাস, সাবিত্রী বিশ্বাস, বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিনিধি ও হাঙ্গার প্রজেক্ট প্রতিনিধি সহ নারী নেত্রীরা। অনুষ্ঠান শেষে ১৩ জন নারীকে সাবলম্বী করতে আর্থিক সহায়তা প্রদান করেন।