বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এবং বৈষম্যরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল রবিবার উপজেলা আদর্শ কিশলয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আঃ হাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিসটেন্ট সেক্রেটারি এ্যাড. মুন্সী মঈনুল ইসলাম। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা হুমায়ুন, থানা বায়তুল্লাহ সেক্রেটারী আব্দুল কাদের গাজী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আমির মাওলানা নাজমুল হোসাইন, সুরখালি ইউনিয়ন আমির ইয়াসিন আরাফাত, গঙ্গারামপুর ইউনিয়ন আমীর হাফেজ ওমর ফারুক, ভান্ডাকোর্ট ইউনিয়ন সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন মিলন, আমিরপুর ইউনিয়ন সভাপতি সালাউদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি যথাক্রমে সামাদ গাজী, মোহাব্বাত আলী খান, আশিকুর রহমান, রোকনুদ্দিন, মোঃ রাসেল প্রমূখ।
Leave a Reply