দাকোপ প্রতিনিধি:: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” ও “অধিকার ,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (সিইপি ২ ফেইস), এ্যাডরা বাংলাদেশ যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি ও আর্ন্তজাতিক নারী দিবস-২০২৫ দাকোপ উপজেলা প্রশাসন এর সাথে যৌথ ও কর্মএলাকায় পালন করে। সোমবার দিবস দু’টির কার্যক্রমের মধ্যে ছিলো র্যালী ও আলোচনা সভা। দাকোপ উপজেলার তিলডাংগা ইউনিয়ের ৭ নং ওয়ার্ডের ৮০জন সিবিও সদস্য, কিশোর কিশোরী ও প্রকল্প স্টাফ বটবুনিয়া বাজারে একটি বর্ণাঢ্য র্যালী ও র্যালী শেষে ৭ নং ওয়ার্ড সাব অফিসের সম্মুখে দিবস দুটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় দু’টির উপর আলোকপাত করে বক্ত্যব্য রাখেন প্রকল্প পরিচালক পল বাড়ৈ।
Leave a Reply