1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর আন্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন। সেদিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

সফরের তৃতীয় দিনে তিনি ঢাকায় জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এক ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথাও রয়েছে তার।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট