1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে বিদেশি অস্ত্র তাজা গোলা জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সিগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১ টি ম্যাগাজিন, ১ দেশীয় অস্ত্র এবং ১টি কাঠের বোট উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৫ মার্চ) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কালিরচর গুয়াগাছা সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলত নৌ যান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ অন্যান্য অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড ঢাকা জোন এবং গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। বোটটিতে অবস্থানরত সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নদীর পাড়ে ঠেকিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। তিনি আরও বলেন, বর্তমানে জব্দকৃত অস্ত্র,ম্যাগাজিন, গোলা সমূহ এবং কাঠের বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত লাইটার, কোস্টার ও অন্যান্য নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট