বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে প্রধান শিক্ষক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় যদুনাথ স্কুল এন্ড কলেজের সভাকক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ফোরামমের সভাপতি ও যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে এবং ফোরামের সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, মুস্তাফিজুর রহমান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হিশামূল হক, প্রধান শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারহানা আক্তার , বি টি এর সভাপতি হুমায়ুন কবির, বাগেরহাট সকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরফদার শরীফুল ইসলাম। এসময় জেলার সদরের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন । ইফতারের পূর্বে দেশ ও সকল শিক্ষকদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।