1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় ধানক্ষেতে পোড়া ঔষধ দিয়ে বিনষ্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়ায় এক কৃষকের ধানক্ষেতে পোড়া ঔষধ স্প্রে করে প্রায় এক বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের অর্ধ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। গত রবিবার উপজেলার আঙ্গারদহা উত্তর বিলে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে ও ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা এলাকার কৃষক রায়হান খান চলতি বোরো মৌসুমে আঙ্গারদহা উত্তর বিলে আড়াই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন।ধান গাছগুলো বেশ মোটা তাজা ও অল্প দিনের মধ্যে ধানের শীষ ফুলে বের হ‌ওয়ার কথা। কিন্তু গত রবিবার সকালে জমিতে যেয়ে দেখি ক্ষেতের প্রায় জমির ধানগাছ পুড়ে ও পচে মাটিতে নুয়ে পড়ছে। এতে তার অর্ধ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।এক প্রশ্নের জবাবে তিনি বলেন পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আমার এ ধরনের ক্ষতি করেছে। এতে আমি পথে উঠতে বসেছি। এ বিষয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করবো। খবর পেয়ে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন পোড়া ধান ক্ষেত পরিদর্শন করেছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট