1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেনাপোল শাখার নতুন কমিটি ঘোষণা গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
Oplus_131074

বেনাপোল প্রতিনিধি:: সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেছেন, ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বদর যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে। বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না।

বদর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। বিশ্বসভ্যতার মোড় ঘুরে যায় বদর থেকে। বদর প্রান্তর থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়। বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে গায়েবী সাহায্য একটি জ্বলন্ত প্রমাণ।

প্রতিবছর ১৭ রমজান মুসলিম উম্মাহকে গৌরবময় বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তাই বদর যুদ্ধের সুমহান শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিফলিত করতে হবে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেনাপোল পোর্ট থানা শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর উলামা বিভাগের উদ্যোগে ইফতার পর্বে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বেনাপোল পোর্ট থানার আওতাধীন বেনাপোল বাজার মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের উলামা বিভাগের আয়োজনে ১৭ রমজান বিকেলে মাওলানা আনোয়ারুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

বাংলাদেশ জামায়াত ইসলামের উলামা বিভাগের সভাপতি মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবীবুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্ম পরিষদ সদস্য ও উলামা বিভাগ সদস্য মাওলানা নাজির হুসাইন, জামায়াত নেতা মাওলানা ইউসুফ আলী, ইলিয়াস হোসেন, মাওলানা শামসুর রহমান ও মাওলানা আব্দুর রহিম।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবীবুর রহমান বলেছেন, ইসলাম ও মুসলমানদেরকে বিজয়ী করার জন্য ১৭ রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে দিন ইসলাম ও মুসলমান বিজয়ী হয়েছিলেন। বদরের প্রান্তরে ১ হাজার জনের বিপরীতে মাত্র ৩১৩ জন মাঠে নেমেছিল।

সংখ্যা যা-ই হোক না কেন আল্লাহর সাহায্যে বিজয় এসেছে। আল্লাহ সত্যকে পাঠিয়েছেন বিজয়ী হতে আর বাতিল এসেছে পরাজিত হতে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিলে বেনাপোল পোর্ট অন্তর্গত সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিনগন ও শুভাকাঙ্খীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট