1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যর চির অবসানের লক্ষে ও মানবধিকার সুরক্ষার দাবিতে মাববন্ধন করেছে বাংলাদেশ দলিত পরিষদ বৈষম্য বাগেরহাট জেলা শাখা।
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে বাগেরহাটে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) নামে একটি বেসরকারি সংগঠন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ বৈষম্য বাগেরহাট জেলা শাখার সভাপতি রবিন্দ্র নাথ দাস, সাধারন সম্পাদক ভবেন চন্দ্র রায়, শ্যমল কৃষ্ণ দাস, দিপক দাশ, বাসুদেব সরকার, শুশান্ত বৈরাগী, শুভাষ বিশ্বাস, মৃতুঞ্জয় দাস, দুলার রবি দাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বর্ণবৈষম্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। পূজাম-পে তাদের প্রবেশাধিকার নেই। স্কুলে অন্য শিক্ষার্থীরা তাদের সঙ্গে বসতে চান না। পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর সরকারি চাকুরির ক্ষেত্রে তাদের সম্প্রদায়ে লোকজন নিয়োগ না দিয়ে অর্থের বিনিময়ে অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট