মো: আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিনিধি :সময় ক্ষেপন না করে দ্রুত নির্বাচন চায় দেশের জনগণ। অন্তর্বর্তী কালীন
সরকারকে আমরা বলতে চাই, আপনি বলেছিলেন ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন হবে, কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা একেক সময় নির্ধারণ করেন। এটা মেনে নেবে না বাংলাদেশের জনগণ। দেশের মানুষ চায় ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার গঠন করতে পারে। বগুড়া-৪ আসনের সাবেক এমপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন।
শুক্রবার (০৪ মার্চ) সন্ধ্যায় পাবনা বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে ঈদ
পরবর্তী বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীসভায় এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দিনের ভোট রাতে করে জনগনের
ভোটাধিকার হরণ করেছে। তাই জনগণ চায় একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ
নির্বাচন।
এসময় কেন্দ্রীয় তাঁতি দলের সহ-সভাপতি ও পাবনা ০১ আসনে ধানের শীষের মনোনয়ন
প্রত্যাশী হাজী মোহাম্মদ ইউনুস আলী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাঁথিয়া
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আখতারুজ্জামান খোকন।