1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

আরজু সভাপতি ফরিদ সম্পাদক নির্বাচিত বাগেরহাটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে শেখ খায়রুল আজাদ আরজু সভাপতি ও ফরিদ হাওলাদার সম্পাদক নির্বাতি হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে রাংদিয়া কলেজিয়েট স্কুল মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, সদস্য ও সাবেক সভাপতি এম এ সালাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মেহেবুবুল হক কিশোর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড শেখ নূরুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ (বুলু)। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলমসহ যাত্রাপুর ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা।
সম্মেলন শেষে ৪৫৩ জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাাচনে যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে শেখ খায়রুল আজাদ আরজু চেয়ার প্রতীক পেয়েছেন ২৫৬ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী বাশারাত হাওলাদার আনারস প্রতীকে পেয়েছেন ১৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদ হাওলাদার ফুটবল প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী মোল্লা আঃ হান্নান পেয়েছেন ১৮৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শেখ আল মামুন টিউপল প্রতীকে পেয়েছেন ২২২ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী খান বাদশা মোরগ প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে শেখ আবু জাফর দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ আবুল হোসেন জোমাদ্দার হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৪৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে খান নাসির উদ্দিন মই প্রতীকে পেয়েছেন ২৭১ ভোট। তার নিকটতম প্রতিদদ্ধী শেখ নাসির আহম্মেদ তালা প্রতীকে পেয়েছেন ১৩৩ ভোট। দীর্ঘ ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট