শিক্ষা মন্ত্রণালয় র্কতৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নবর্বষ-১৪৩২ উদযাপিত হয়েছে। আবহমান ঐতিহ্য ধারণ করে উৎসবমুখর পরিবেশে সকালে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে বর্ষবরণ শোভাযাত্রা সম্পন্ন হয়। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, এএসসি এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দিবস কমিটির আহবায়ক প্রকৌশলী এস. এ. এহসান রাজন, সহকারী অধ্যাপক, কম্পউিটার বিজ্ঞান ও আইসিটি বিভাগ। দিবসের তাৎপর্য উল্লেখর্পূবক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবু সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ ড. বেনিয়াজ জামান, উপাধ্যক্ষ মোঃ শরিফুজ্জামান এবং উপাধ্যক্ষ সওকাত আলি গোলদার। সভাপতি তাঁর বক্তব্যে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে সর্বস্তরে ধারণের প্রতি গুরুত্বারোপ করেন। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply