বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলার ২০২৪ সালের এস এস সি, এইচ এস সি, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত।
বুধবার (১৬ এপ্রিল) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফকরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩২৩ জন শিক্ষার্থীকে মোট ১৭ লাখ ৭০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা।