1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয় তদন্তে উচ্চপর্যায়ের কমিটি সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধে নতুন অধ্যাদেশ অনুমোদন বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক বরিশালে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড নগদ টাকাসহ আটক ৬ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ যশোরের বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নের জন্য যুব-নেতৃত্বে এ্যাডভোকেসি সভা

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: স্থানীয় সরকারের সাথে জলবাযু ঝুকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নে জন্য যুব- নেতৃত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলা অডিটরিয়ামের হলরুমে এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।
ইয়ুথ হাব বাগেহোট এর সদস্য সামিয়া সুলতানা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে বাগেরহাট এর সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুলতানা, একশান এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর মোঃ নয়ন হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন লিটন, খানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আকন, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নোর প্রশাসনিক কর্মকর্তা জযদেব কুমার হুইসহ বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুব নারী পুরুষ এতে অংশগ্রহন করেন।
সবায় বক্তারা ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জরবায়ুপরিবর্তন বিষয়ে মোট ১২টি খাতে বাজেট বরাদ্দর জন্য আহবান জানান, খাতগুলো হলো, লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণ ও সংস্কারে বাজেট রাখা, জলবায়ু-অভিযোজনমুখী শিক্ষাক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা, পানির সংকট মোকাবেলায় রেইনওয়াটার হারভেস্টিং সিস্টেম, নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ, গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ, এবং মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঘর তৈরিতে অনুদান বা লোন বরাদ্দ, লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ বরাদ্দ, বাজেটে নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে, প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবল এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট