1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

খুলনায় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশ এক বিপ্লবোত্তর ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় গুজব ও অপতথ্য বিস্তারের চেষ্টা দৃশ্যমান। সরকারি দপ্তরগুলোর সাথে গণমাধ্যমের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পেশাগত কাজের ক্ষেত্রে সাংবাদিকরা যেন সরকারি দপ্তর থেকে সহজে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তথ্য অফিসগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ে আজকের এই কর্মশালা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত খুলনা বিভাগে অবস্থিত বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্ববহ। আইন জানলে নিজের জীবনে আইন মেনে চলার সুযোগ সৃষ্টি হয়, আবার দাপ্তরিক কাজেও দক্ষতা বাড়ে

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ফারাহ শাম্মী। কর্মশালায় উচ্চ আদালত ও অধস্তন আদালতে মামলা পরিচালনায় প্রাসঙ্গিক আইন ও কৌশল বিষয়ক আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোঃ মাসুদ পারভেজ, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় এবং সার্টিফিকেট কেস পরিচালনা বিষয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূর্সিয়া কমল ও মামলা সংক্রান্ত নোটিশ প্রাপ্তির পর করণীয় সম্পর্কিত আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মোতালেব হোসাইন। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন খুলনা বিভাগের তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের, আঞ্চলিক ও জেলা কার্যালয়সমূহে কর্মরত ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট