1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয় তদন্তে উচ্চপর্যায়ের কমিটি সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধে নতুন অধ্যাদেশ অনুমোদন বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক বরিশালে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড নগদ টাকাসহ আটক ৬ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ যশোরের বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনার রবিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা বিশ^বিদ্যালয় দেশের একটি অন্যতম স¦নামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষাকার্যক্রমে সংশ্লিষ্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি, বরং এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহুসংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে। তবে বর্তমানে এ বিশ^বিদ্যালয়ের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত আবাসিক হলের সুবিধা থাকা খুবই জরুরি। এছাড়া ভারি বৃষ্টি হলেই বিশ^বিদ্যালের মধ্যে জলাদ্ধতা তৈরি হয়। বিশ^বিদ্যালয় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে জমি অধিগ্রহণ করা যেতে পারে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকেই হাল ধরতে হয়। সুন্দর পরিবেশের একটি বিশ^বিদ্যালয় তৈরির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাস ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। খুলনা সিভিল সোসাইটি’র সভাপতি এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম। বিশ^বিদ্যালয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটি’র সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট