বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি'র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য এস এম এ ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক পরাগ রায়, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা শাম্মী আক্তার, থানা প্রতিনিধি এস আই জাকারিয়া, আমীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য কৌশিক পাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে চিরঞ্জীব রায়, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় ১৬৪৩০ নম্বরে বিনা খরচে আইনগত সহায়তা পাওয়ার জন্য কল অনুরোধ করা হয়েছে। সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।